- New24bd

Latest

Business

Wednesday, April 10, 2019

বিজ্ঞান জাদুঘরে আসছে অত্যাধুনিক মুভি বাস


তিনটি মুভি বাস ও দুটি অবজারভেটরি ভ্যান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আজ বুধবার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও মেসার্স সরকার কবির আহম্মেদ নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।
প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তির আওতায় ১৪ কোটি টাকারও বেশি ব্যয়ে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ফোর-ডি ডাইমেনশন মুভি বাস ও দুটি অবজারভেটরি ভ্যান চলতি বছরের জুনের মধ্যেই চালু করা হবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

No comments:

Post a Comment

বিজ্ঞান জাদুঘরে আসছে অত্যাধুনিক মুভি বাস তিনটি মুভি বাস ও দুটি অবজারভেটরি ভ্যান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্...